আমাদের সম্পর্কে

দারুল কুরআন ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯। ২০১৯ সালে শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষা, মানুষের মুক্তি ও শান্তির দাওয়াহ, মানবকল্যাণের আদর্শ, সামাজিক সেবা, মসজিদ-সংস্কার, অনাথ সহায়তা এবং দারিদ্র্য মোকাবিলাসহ নানাবিধ কল্যাণমূলক কাজ পরিচালনা করছে।

লক্ষ্য ও উদ্দেশ্য—সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিভিন্ন ইসলামী প্রজেক্টের বিস্তারের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করা।

    পবিত্র কুরআন ও রাসুলের সুন্নাহর আলোকে নীতি ও আদর্শ।
    ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসরণ।
    ঐক্য, সংহতি ও পারস্পরিক আন্তরিক নীতি মেনে চলা।
    সমাজের জন্য সহায়তামূলক ও মানবিক চেতনায় কাজ।
    দাওয়াহ, শিক্ষা ও কল্যাণমুখী কার্যক্রমে জোর দেয়া।
    সব মানুষের জন্য সেবা – বর্ণ, ধর্ম বা গোত্র নির্বিশেষে।

আয়-ব্যয়ের নীতিমালা

    বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা।
    সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
    ফাউন্ডেশনের যে কোনো প্রকল্পের জন্য সংরক্ষিত অর্থ।
    সৎ মুসলিমদের প্রেরণা যাকাত।
    ইফতার ও কুরবানিসহ বিশেষ প্রকল্প খাতে উৎসর্গকৃত অর্থ।
    ফাউন্ডেশনের বিভিন্ন আয়োজনে প্রাপ্ত অর্থ।