আমাদের সাথে যুক্ত হোন

আমাদের সাথে যুক্ত হতে পারেন বিভিন্নভাবে

নিয়মিত অনুদান সম্পর্কিত জিজ্ঞাসা বা কোনো সমস্যায় পড়লে, মেইল করুন autopay@darulquranfoundation.org - এ অথবা কল করুন

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহিহ বুখারি, হাদিস ৬৪৬৪)

নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।

অনেকে নিয়মিত দান করতে চান, কিন্তু মনে থাকে না বলে দান করা হয়ে ওঠে না। এখন থেকে বিকাশ-নগদ এবং ভিসা-মাস্টারকার্ড ব্যবহারকারীরা দারুল কুরআন ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।

ব্যয়ের খাত

  • দারুল কুরআন ফাউন্ডেশনের সকল সেবামূলক কার্যক্রম
  • সকল নতুন কার্যক্রমের ব্যয় নির্বাহ
  • দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালনা
  • ফাউন্ডেশনের প্রশাসনিক ব্যয়
  • ব্যবস্থাপনা ব্যয়

চালু করুন স্বয়ংক্রিয় পদ্ধতি

দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।

অংশ নিন ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজে

এই খাতে দানের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারবেন।

পেমেন্ট মেথড *