ব্যবহারের শর্তাবলী
আপনি যখন দারুল কুরআন ফাউন্ডেশনের ওয়েবসাইট পরিদর্শন করেন, তখন আমাদের ব্যবহারের শর্তাবলিতে সম্মতি প্রদান করেন।
ওয়েবসাইটের যেকোনো অংশ ব্যবহারের আগে অনুগ্রহ করে এই শর্তাবলি সতর্কতার সাথে পর্যালোচনা করুন।
ট্রেডমার্ক
দারুল কুরআন ফাউন্ডেশন এবং এই সাইটে উল্লেখিত অন্যান্য চিহ্নসমূহ শুধু দারুল কুরআন ফাউন্ডেশনের মালিকানাধীন ট্রেডমার্ক। অনুমোদন ব্যতীত এগুলো এমন কোনো পণ্য বা সেবার সঙ্গে ব্যবহার করা যাবে না যা ফাউন্ডেশনের নয়, কিংবা যা বিভ্রান্তি সৃষ্টি করে অথবা ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করে।
কপিরাইট
এই ওয়েবসাইটের সমস্ত উপাদান—যেমন টেক্সট, গ্রাফিক্স, লোগো, আইকন, ছবি, অডিও-ভিডিও ক্লিপ, ডিজিটাল ডাউনলোড ও সফটওয়্যার—একান্তই দারুল কুরআন ফাউন্ডেশনের সম্পত্তি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইনের আওতায় সুরক্ষিত। এসব উপাদানের অননুমোদিত ব্যবহার, অনুলিপি বা বিতরণের ক্ষেত্রে ফাউন্ডেশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
অ্যাকাউন্টের সুরক্ষা
ওয়েবসাইটের কিছু নির্দিষ্ট অংশে অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। নিজের অ্যাকাউন্ট তথ্যের নিরাপত্তা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব ব্যবহারকারীর, এবং তার অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত সকল কার্যক্রমের জন্য ব্যবহারকারীকেই দায় বহন করতে হবে।
লাইসেন্স ও সাইট ব্যবহারের অনুমতি
দারুল কুরআন ফাউন্ডেশন এই ওয়েবসাইট ব্যবহারের জন্য আপনাকে একটি সীমিত ও অ-হস্তান্তরযোগ্য লাইসেন্স প্রদান করছে। নিয়মিত পেজ ক্যাশিং ছাড়া ওয়েবসাইটের কোনো উপাদান ডাউনলোড বা পরিবর্তন করা ফাউন্ডেশনের পূর্বানুমতি ছাড়া বৈধ নয়।
ওয়েবসাইটের কোনো অংশ পুনঃউৎপাদন, অনুলিপি, বিক্রয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া মেটা ট্যাগ বা লুকানো টেক্সটে ফাউন্ডেশনের নাম বা ট্রেডমার্ক ব্যবহার করা যাবে না, এবং যেকোনো অননুমোদিত ব্যবহার সঙ্গে সঙ্গে প্রদত্ত লাইসেন্স বাতিল করবে।
ব্যবহারকারীর জমাকৃত কনটেন্ট
আপনি যদি ওয়েবসাইটে কোনো মতামত, ফটোগ্রাফ বা অন্যান্য কনটেন্ট জমা দেন, তাহলে আপনি দারুল কুরআন ফাউন্ডেশন ও তার অনুমোদিত সহযোগীদের জন্য সেই কনটেন্ট ব্যবহারের উদ্দেশ্যে একটি অ-এক্সক্লুসিভ, রয়্যালটি-মুক্ত, স্থায়ী ও পরিবর্তন-অযোগ্য লাইসেন্স প্রদান করছেন।
কনটেন্টের মালিকানা আপনার কাছেই থাকবে, তবে তা যথাযথ ও আইনানুগ কিনা তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। প্রয়োজন মনে করলে ফাউন্ডেশন যেকোনো কনটেন্ট মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
দায় সীমাবদ্ধতা
এই ওয়েবসাইটটি “যেমন আছে” ভিত্তিতে সরবরাহ করা হয় এবং এর কার্যকারিতা, নির্ভরযোগ্যতা বা কনটেন্টের সঠিকতা সম্পর্কে দারুল কুরআন ফাউন্ডেশন কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইট ব্যবহারের সম্পূর্ণ দায় আপনার নিজের।
আমরা ওয়েবসাইট, সার্ভার বা ইমেইল যোগাযোগে ভাইরাস না থাকার নিশ্চয়তা দিই না এবং ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট কোনো ক্ষতির জন্য দায়ী থাকব না।
রিফান্ড নীতি
যদি কোনো দাতা অনুদান ফেরত নিতে চান, তবে অনুদানের তারিখ থেকে ১০ দিনের মধ্যে যথাযথ প্রমাণসহ আবেদন করতে হবে। নির্দিষ্ট প্রকল্পের জন্য প্রদত্ত অনুদান ওই সময়ের মধ্যেই ব্যয় হয়ে গেলে তা ফেরতযোগ্য নয়।
সাধারণ অনুদানের ক্ষেত্রে, যদি তা এখনো কোনো প্রকল্পে ব্যয় না হয়ে থাকে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড অনুরোধ করা যাবে।
কুরবানীর অনুদানের ক্ষেত্রে, কুরবানী অনুষ্ঠানের ৭ দিন পূর্ব পর্যন্ত রিফান্ড চাওয়া যাবে; অনুষ্ঠান শুরুর ৬ দিনের মধ্যে আর কোনো রিফান্ড অনুরোধ গ্রহণ করা হবে না।
প্রযোজ্য আইন
ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে এই শর্তাবলি এবং এ থেকে উদ্ভূত যেকোনো বিতর্ক বাংলাদেশের আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।
নীতিতে পরিবর্তন
দারুল কুরআন ফাউন্ডেশন যে কোনো সময় এই শর্তাবলি ও নীতিমালায় পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পূর্ববর্তী শর্তাবলির আওতায় সংঘটিত লঙ্ঘনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

