ifter
ইফতার তহবিল
প্রত্যেক পরিবারকে এক মাসের ইফতার সামগ্রী দেয়া হয়। দুস্থ রোযাদারদের ইফতার করানোর এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।
ব্যয় বিভাগ
- ইফতার সামগ্রী ক্রয়
- পরিবহন
- বিতরণ
দারুল কুরআন ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে ইফতার বিতরণ অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রমাদানে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।

