ifter

ইফতার তহবিল

প্রত্যেক পরিবারকে এক মাসের ইফতার সামগ্রী দেয়া হয়। দুস্থ রোযাদারদের ইফতার করানোর এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।

ব্যয় বিভাগ

  • ইফতার সামগ্রী ক্রয়
  • পরিবহন
  • বিতরণ

দারুল কুরআন ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে ইফতার বিতরণ অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রমাদানে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।

দুস্থ রোযাদারের পাশে দাঁড়ান

প্রত্যেক পরিবারকে এক মাসের ইফতার সামগ্রী দেয়া হয়। দুস্থ রোযাদারদের ইফতার করানোর এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।