tree-plantation
বৃক্ষরোপণ
গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ার এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও। একটি গাছের চারা হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নির্মল নিঃশ্বাস।
২৪ নভেম্বর, ২০২৫



programDescription
বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে তথা মানবসভ্যতার সুরক্ষার জন্য মহানবী সা.–এর মহান সুন্নাহ বৃক্ষরোপণ অতীব প্রয়োজন। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং সাদাকায়ে জারিয়াহর অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
- পরিবেশ সুরক্ষা
- উষ্ণায়ন রোধ করা
- দরিদ্রদের স্থায়ী আয়ের সুযোগ তৈরি
উপকারভোগী
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবার
ব্যয়ের খাত
- গাছ ক্রয়
- পরিবহন
- সার্বিক ব্যবস্থাপনা
প্রকল্পের এলাকা
৬৪ জেলার দারিদ্র্য বহুল এলাকা
সময়কাল
বার্ষিক এবং স্থায়ী প্রকল্প (বর্ষাকাল কেন্দ্রিক)
বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ




0 / 0

